গাজীপুর জেলা প্রশাসক ও সমাজসেবা কার্যালয় এর আয়োজনে আর্থিক সহায়তার চেক প্রদান
রনি আহমেদ গাজীপুরঃ
শেখ হাসিনা দিনবদলে,সমাজ সেবা এগিয়ে চলে। ০১ সেপ্টেম্বর ২০২১ ইং বুধবার সকাল ১১ঃ৩০ মিনিট জেলা প্রশাসকের কার্যালয় এর নাটমন্দিরে জেলা প্রশাসক ও সমাজসেবা কার্যালয়,গাজীপুর এর আয়োজনে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্টোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগী ও থ্যালাসেমিয়া রোগীদের রোগীদের আর্থিক সহায়তার কর্মসূচি ও চেক জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে প্রাপ্ত এবং সমাজসেবা অধিদপ্তর হতে নিবন্ধনকৃত সেচ্ছাসেবী সমাজকল্যাণ মূলক সংস্থার মাঝে চেক বিতরণ অনুষ্ঠান এর আয়োজন করেন।
এস.এম তরিকুল ইসলাম জেলা প্রশাসক গাজীপুর এর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল, এম.পি মান্যনীয় প্রতিমন্ত্রী যুব ও ক্রিড়া মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবুল কালাম অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাজীপুর। স্বাগত বক্তব্য রাখেন জনাব এস.এম আনোয়ারুল করিম,উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় গাজীপুর। স্বাগত বক্তব্য রাখেন এ.টি.এম তৌহিদুুজজামান সহকারী পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় গাজীপুর। এ্যাড.ওয়াজেদ উদ্দিন মিয়া সাবেক সভাপতি গাজীপুর জেলা আইনজীবি সমিতি।এছাড়া আরো অন্যান্য অতিথি বৃন্দরা উপস্থিত ছিলেন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন । এবং প্রিন্ট, ইলেক্ট্রিক মিডিয়ার সংবাদ কর্মীরা ছিলেন। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা সমাজসেবা কার্যালয় গাজীপুর এর সহায়তায় ১০৯ জন ক্যান্সার রোগী ৩৮ জন কিডনি রোগী ০৩ জন লিভার সিরোসিস রোগী ৩৯ জন প্যারালাইজড রোগী ১৩ জন জন্মগত হৃদরোগ ১২ জন থ্যালাসেমিয়া রোগী,সর্বমোট ২১৪ জন রোগীদের মাঝে জনপ্রতি ৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা মোট ১,০৭,০০,০০০/-(এক কোটি সাত লক্ষ) টাকার আর্থিক সহায়তার চেক প্রদান করেন।
এছাড়াও বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে ২০২০-২০২১ অর্থ বছরে ২৫,৯৬,০০০/-( পঁচিশ লক্ষ ছিয়ানব্বই হাজার) টাকা। ৮১ টি স্বেচ্ছাসেবী সংস্থার মধ্যে চেক বিতরণ করেন।